সিলেটশনিবার , ১ এপ্রিল ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মৌলভীবাজারে অভিযান শেষ, ৩ ‘জঙ্গি’ নিহত

Ruhul Amin
এপ্রিল ১, ২০১৭ ৩:২৮ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: মৌলভীবাজারের বড়হাটে জঙ্গি আস্তানায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান শেষ হয়েছে। এতে তিন জঙ্গি নিহত হয়েছে। এদের মধ্যে দুইজন পুরুষ ও একজন মহিলা রয়েছে। অভিযান শেষে আজ শনিবার দুপুরে ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। এর আগে গতকাল সন্ধ্যায় অভিযান স্থগিত করার পর আজ সকাল সাড়ে নয়টার পর ফের অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলে জানান মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল। শেষ দফায় অভিযানের জন্য সকাল সাড়ে আটটার দিকে প্রস্তুতি নেয় পুলিশের বিশেষ বাহিনী সোয়াট। এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় আলোকস্বল্পতার কারণে অভিযান স্থগিত করা হয়। অভিযানের জন্য সকাল ১০ টার পর এলাকায় মাইকিং করে ১৪৪ ধারা জারির বিষয়টি জানানো হচ্ছে। জনসাধারণকে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার জন্য অনুরোধ করা হয়। একই সঙ্গে বাড়ি গুলোর দরজা জানালা বন্ধ রাখতে অনুরোধ করা হয়। এর আগে গত মঙ্গলবার মৌলভীবাজার পৌরসভার ভেতরে বড়হাট এলাকার আবুশাহ দাখিল মাদ্রাসার গলিতে দোতলা একটি বাড়ি জঙ্গি আস্তানা বলে সন্দেহ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার রাতে সেটি শনাক্ত করে ঘিরে রাখা হয়। গত বুধবার ওই আস্তানা থেকে পুলিশকে লক্ষ্য করে গ্রেনেড ছোড়া হয়। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। ৫৩ ঘণ্টা ঘিরে রাখার পর গতকাল সকাল থেকে শুরু হয় সোয়াটের ‘অপারেশন ম্যাক্সিমাস’। অভিযানে পুলিশের কনস্টেবল কায়সর আহত হন। পুলিশ কর্মকর্তারা বলছেন, প্রচুর বিস্ফোরকসহ বোমা তৈরিতে দক্ষ একজন ওই বাড়িতে আছে।