সিলেটমঙ্গলবার , ১১ এপ্রিল ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মধ্যরাতে দুর্ভোগ!

Ruhul Amin
এপ্রিল ১১, ২০১৭ ১২:০৬ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার

তারের জঞ্জাল কাটাকে ঘোষণা ছাড়াই সিলেট সিটি কর্পোরেশন মধ্যরাতে অভিযান করে। এতে তারের মাধ্যমে সেবাদানকারী ইন্টারনেট, ডিস ও টেলিফোন কোম্পানির গ্রাহকরা পড়েছেন ভোগান্তিতে।

সোমবার দিবাগত রাত ১২টার দিকে জিন্দাবাজার এলাকায় প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীবের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে সিলেট সিটি করপোরেশন। এসময় অবৈধভাবে সংযুক্ত তারগুলো কেটে দেওয়া হয়।

এতে এই তারগুলো দিয়ে নগরীর বিভিন্নস্থানে দেওয়া ইন্টারনেট, ডিস ও টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কোন ঘোষণা ছাড়া হঠাৎ করে সংযোগ চলে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন নগরীর বিভিন্ন এলাকার লোকজন।

সিলেট সিটি কর্পোরেশনের কনজারভেন্সি অফিসার হানিফুর রহমান জানান- বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠান গুলোকে অবৈধ ও ঝুকিপুর্ন তারগুলো সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কয়েকটিকে নোটিশও দেওয়া হয়েছে। কিন্তু তারা সেগুলো অপসারন করেনি। তাই বাধ্য হয়ে এ অভিযান পরিচালনা করেছেন।