সিলেটসোমবার , ১৫ মে ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

রমজান উপলক্ষে টিসিবির পণ্য বিক্রি শুরু

Ruhul Amin
মে ১৫, ২০১৭ ১:২৬ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:
রমজানে বাজার দর স্থিতিশীল রাখতে আজ  (সোমবার) থেকে খোলাবাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করেছে রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এর আওতায় এ বছর খোলাবাজারে চিনি ৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি লিটার সয়াবিন ৮৫ টাকা, ছোলা কেজিপ্রতি ৭০ টাকা, মশুর ডাল ৮০ টাকা আর খেজুর বিক্রি হচ্ছে ১২০ টাকা দরে।

রোজা সামনে রেখে প্রতিবছর পেঁয়াজ, চিনি, ছোলা, ডাল, তেল ও খেজুর বিক্রি করে থাকে টিসিবি। সেই ধারাবাহিকতায় এবারও এসব পণ্য বিক্রি করছে রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থাটি।

গত বছরের মতো এবারও দুই হাজার ৮১১ জন পরিবেশক টিসিবির পণ্য বিক্রি করছেন। সারা দেশে ১৮৫টি খোলা ট্রাকে পণ্য বিক্রি হচ্ছে। এর মধ্যে ঢাকায় ৩৩টি, চট্টগ্রামে ১০টি এবং অন্য বিভাগীয় শহরে পাঁচটি করে ও অন্য জেলা শহরগুলোতে দুটি করে ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি হচ্ছে।

একেকজন ক্রেতা সর্বোচ্চ ৪ কেজি চিনি, তিন কেজি মসুর ডাল, ৫ লিটার সয়াবিন তেল, ৫ কেজি ছোলা ও ১ কেজি খেজুর কিনতে পারবেন।

গত ৩০ এপ্রিল বাণিজ্য মন্ত্রণালয়ে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে টিসিবির চেয়ারম্যান আবু সালেহ মো. গোলাম আম্বিয়া জানিয়েছিলেন, আগামী ২৭ মে থেকে রোজা শুরু হতে পারে। এর আগে ১৫ মে থেকে তারা পাঁচটি পণ্য বিক্রি করবে।

সেদিন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছিলেন ‘এবার টিসিবি সম্পূর্ণ তৈরি আছে। আমরা ডাল ও ছোলা অস্ট্রেলিয়া থেকে এনেছি। কয়েক কোটি টাকা ভর্তুকি হিসাবে যাবে।’