সিলেটসোমবার , ৯ অক্টোবর ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সৌদি সহায়তায় সিলেটসহ ৫ শহরে বার্ন ইউনিট হচ্ছে

Ruhul Amin
অক্টোবর ৯, ২০১৭ ১১:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট :

সৌদি ঋণে সিলেটসহ ৫টি জেলা শহরে অগ্নিদগ্ধ রোগীদের জন্য চিকিৎসা কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। বাকি জেলা শহরগুলো হচ্ছে-
রাজশাহী, রংপুর, বরিশাল ও ফরিদপুর । এ নিয়ে আগারগাঁওস্থ অর্থনৈতিক সম্পর্ক বিভাগে বাংলাদেশ সরকার ও সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট এর মধ্যে একটি চুক্তি সই হয়েছে। ওই চুক্তি মতে সৌদি আরব বাংলাদেশকে ১২২.৫০ মিলিয়ন সৌদি রিয়াল যা ৩০ মিলিয়ন ডলার সহায়তা দেবে। ইআরডির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ শামসুল আলম (প্রশাসন ও মধ্যপ্রাচ্য) বাংলাদেশ সরকারের পক্ষে এবং সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্টের পক্ষে সংস্থাটির মহাপরিচালক আহম্মেদ মোহাম্মদ আলগান্নাম ঋণচুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় বাংলাদেশ সরকার ও সৌদি ফান্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য সেবা বিভাগের আওতাধীন স্বাস্থ্য অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করবে। প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো এর আওতায় নির্বাচিত রাজশাহী, বরিশাল, সিলেট, রংপুর ও ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল ক্যাম্পাসে অগ্নিদগ্ধ রোগীদের চিকিৎসার জন্য বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট স্থাপনা করা। ফলে বাংলাদেশের অগ্নিদগ্ধ রোগীদের স্বল্প ব্যয়ে দ্রুততার সঙ্গে চিকিৎসা সেবা প্রদান এবং পরবর্তীতে রিকনস্ট্রাকটিভ সার্জারির মাধ্যমে অগ্নিদগ্ধ রোগীদের সুস্থ ও স্বাভাবিক জীবনে পুনর্বাসন নিশ্চিত করা সম্ভব হবে। প্রকল্পটির দ্রুত ও সুষ্ঠু বাস্তবায়নে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থা সচেষ্ট রয়েছে।