সিলেটমঙ্গলবার , ১০ অক্টোবর ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নিবন্ধিত হয়েছে এক লাখ ৯ হাজার রোহিঙ্গা

Ruhul Amin
অক্টোবর ১০, ২০১৭ ১২:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :

বাংলাদেশে আশ্রিত মিয়ানমারের প্রায় এক লাখ নয় হাজার নাগরিকের বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করা হয়েছে।

সোমবার পর্যন্ত কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়া মিয়ানমার নাগরিকদের সরকারি ব্যবস্থাপনায় পাঁচটি ক্যাম্পের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে এক লাখ আট হাজার ৮৩২ জনের নিবন্ধন করা হয়। পাসপোর্ট অধিদপ্তর এ নিবন্ধন কাজ বাস্তবায়ন করছে।

সোমবার কুতুপালং ক্যাম্পে এক হাজার ৪৯৭ জন পুরুষ, ৬২৬ জন নারী মিলে দুই হাজার ১২৩ জন; নোয়াপাড়া ক্যাম্পে ৮৫৮ জন পুরুষ, এক হাজার ১৬৫ জন নারী মিলে দুই হাজার ২৩ জন; থাইংখালী ক্যাম্পে এক হাজার ৪৮৬ জন পুরুষ, ৮৫০ জন নারী মিলে দুই হাজার ৩৩৬ জন, বালুখালী ক্যাম্পে এক হাজার ২৯২ জন পুরুষ, ৩২৭ জন নারী মিলে এক হাজার ৬১৯ জন, লেদা ক্যাম্পে এক হাজার ২৭৫ জন পুরুষ, এক হাজার ৯৯ জন নারী মিলে দুই হাজার ৩৭৪ জন এবং পুরোদিনে পাঁচটি কেন্দ্রে মোট ১০ হাজার ৪৭৫ জনের বায়োমেট্রিক নিবন্ধন করা হয়েছে।

আজ পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে মোট এক লাখ ৮ হাজার ৮৩২ জনের নিবন্ধন করা হয়েছে।

নিবন্ধন কাজ দ্রুত সম্পন্ন করার জন্য প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পাসপোর্ট অধিদপ্তর।