সিলেটবৃহস্পতিবার , ৯ নভেম্বর ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে খেলাফত মজলিসের উলামা-মাশায়েখ সম্মেলন সম্পন্ন

Ruhul Amin
নভেম্বর ৯, ২০১৭ ৭:৩১ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:
খেলাফত ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সকল ভেদাভেদ ভুলে উলামা-মাশায়েখদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ২০দলীয় জোটের শীর্ষ নেতা ও খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক।

বৃহস্পতিবার বিকেলে নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সোলেমান হলে অনুষ্ঠিত বিভাগীয় উলামা-মাশায়েখ সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ‘উলামায়ে কেরামের ঐক্য চাই, খেলাফত ভিত্তিক রাষ্ট্র চাই’-স্লোগানে এ সম্মেলন আয়োজন করে খেলাফত মজলিস।

দলের নায়েবে আমীর প্রিন্সিপাল হাফিজ মাওলানা মজদুদ্দীন আহমদের সভাপতিত্বে সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের। সম্মেলনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দলের সিনিয়র নায়েবে আমীর ভাষাসৈনিক অধ্যক্ষ মাসউদ খান, মাওলানা আব্দুল বাসিত আজাদ, মাওলানা সাখাওয়াত হোসাইন, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা মোহাম্মদ শফিক উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আহমদ আলী কাসেমী, কেন্দ্রীয় উপদেষ্ঠা পরিষদের সদস্য হাফিজ মাওলানা নুরুজ্জামান, প্রিন্সিপাল সৈয়দ মুহিবুর রহমান, সিলেট মহানগরের সভাপতি অধ্যাপক মুহাম্মদ বজলুর রহমান, মৌলভীবাজার জেলা সভাপতি অধ্যাপক মাওলানা মুহাম্মদ আব্দুস সবুর, সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা ইমাম উদ্দিন, হবিগঞ্জ জেলা সভাপতি মাওলানা হোসাইন নূরী চৌধুরী।

সম্মেলনে আমন্ত্রিত উলামাদের মধ্যে বক্তব্য রাখেন- শায়খুল হাদিস মাওলানা আব্দুস শহীদ শায়খে গলমুকাপনী, মাওলানা মোস্তফা কামাল চৌধুরী সুনামগঞ্জী, মাওলানা নুরুল ইসলাম মইজপুরী, মাওলানা আহমদ আলী, মাওলানা আব্দুল হেকিম নিশাপটি, জামেয়া তায়িদুল উলুম ফতেহপুর কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা হিফজুর রহমান, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা আব্দুস সাত্তার প্রমুখ। সম্মেলনে সিলেট বিভাগের শীর্ষস্থানীয় উলামা-মাশায়েখ ও ইসলামী চিন্তাবিদগণ বক্তব্য রাখেন।