সিলেটমঙ্গলবার , ১৪ নভেম্বর ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেট স্টেডিয়ামে ধুমপানের অপরাধে মঈনুল নিষিদ্ধ হলেন

Ruhul Amin
নভেম্বর ১৪, ২০১৭ ১১:২১ অপরাহ্ণ
Link Copied!

 
সিলেট রিপোর্ট: প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট মাঠে গড়েয়েছিল সিলেটে। গেল ৪ নভেম্বর বিপিএলের পঞ্চম আসর উদ্বোধন হয় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বিপিএলের সিলেট পর্বের ম্যাচ চলাকালে, ৬ নভেম্বর স্টেডিয়ামের বাউন্ডারি লাইনের পাশে দাঁড়িয়ে প্রকাশ্যে ধুমপান করেন বিপিএলের সম্প্রচার সহযোগী প্রতিষ্ঠান এসটিএসএম’র প্রধান নির্বাহী কর্মকর্তা মঈনুল হক চৌধুরী।

এ অপরাধে তাকে বহিষ্কার করেছে বিপিএলের গভর্নিং কাউন্সিল ও বিসিবির শৃঙ্খলা কমিটি।

বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য ও বিসিবির শৃঙ্খলা কমিটির প্রধান শেখ সোহেল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

মঈনুল হক চৌধুরীকে নিষিদ্ধ করায় তিনি বিপিএলের এবারের আসরে কোনো ম্যাচেই মাঠে প্রবেশের সুযোগ পাবেন না।

মঈনুল হক চৌধুরীকে নিষিদ্ধ করার বিষয়ে শেখ সোহেল বলেন, ‘ম্যাচ চলাকালীন মাঠে ধুমপান করার জন্যই আমরা তাকে বহিষ্কার করেছি। গতকাল এই বিষয়ে আমরা একটি বৈঠক করেছি। বৈঠক শেষেই সিদ্ধান্ত হয়েছে বিপিএল চলাকালীন তিনি মাঠে প্রবেশ করতে পারবেন না। সিদ্ধান্তটা আপাতত এই বিপিএলের জন্য।’

এর আগে ২০১৬ সালে মিরপুরে এশিয়া কাপের ফাইনাল ম্যাচ শেষে মারামারিতে জড়িয়ে প্রথমবার আলোচনায় আসেন মঈনুল হক চৌধুরী।