সিলেটশনিবার , ৬ জানুয়ারি ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

এইচ.এম. সেলিম শিশু বিদ্যালয়ের শিক্ষা সফর সম্পন্ন

Ruhul Amin
জানুয়ারি ৬, ২০১৮ ৩:০০ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :

জীবনের সাথে শিক্ষার সম্পর্ক যেমন নিবিড়, শিক্ষার সাথে সফরের সম্পর্কও তেমনি নিবিড়। তাই সফর শিক্ষার অবিচ্ছেদ্য অঙ্গ। শিক্ষার প্রতিটি ক্ষেত্রেই সফরের গুরুত্ব রয়েছে। মানুষকে সুন্দর এ ধরণীর রহস্যের মধ্যে অবগাহন করার সুযোগ করে দেয়। শিক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। পুঁথিগত বিদ্যার বাইরে সামাজিক শিক্ষায় কোমলমতি শিক্ষার্থীদের সুস্থ ধারার মানসিকতা বিকাশের লক্ষ্যে গোলপগঞ্জের কায়স্থগ্রাম এইচ.এম. সেলিম শিশু বিদ্যালয়ের বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন হয়েছে। সফরটি শুক্রবার (৫ জানুয়ারি) সকালে বিদ্যালয় প্রাঙ্গন থেকে বাসযোগে শ্রীমঙ্গলের বিভিন্ন পর্যটনকেন্দ্রের দর্শনীয় স্থান পরিদর্শন করা হয়। দিনব্যাপি এ শিক্ষা সফরে শিশু শিক্ষার্থী ও অভিভাবক ছাড়াও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ছিলেন।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক এইচ.এম. সেলিমের সার্বিক ব্যবস্থাপনায় সহকারী শিক্ষক হাবিবুর রহমান ও শিক্ষিকা আসমা বেগমের তত্ত্বাবধানে শিক্ষা সফরের অংশ হিসেবে শ্রীমঙ্গলের লাউয়াছড়া জাতীয় উদ্যান, চা-বাগান, বধ্যভূমি-৭১ এর বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের সফরে নিয়ে যাওয়া হয়। পরে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও গন্যমান্য ব্যক্তিদের কোমলমতি শিশু শিক্ষার্থীদের সুস্থ ধারার মানসিকতা, সু-শৃঙ্খলতা ইত্যাদি বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এছাড়াও শিক্ষার্থী জন্য ব্যবস্থা ছিল কবিতা, গান, কৌতুক ইত্যাদি প্রতিযোগিতার।
শিক্ষা সফরে অভিভাবকদের মধ্যে ছিলেন- ব্যবসায়ী হাবিবুর রহমান লুলু, রেজওয়ান হোসেন, রাবিয়া বেগম, নুরুন্নাহার লুৎফা বেগম, জাহানারা বেগম রুমি, ব্যবসায়ী মুহিবুর রহমান মুহিব। এছাড়াও ছিলেন- রনি আহমদ, মাওলানা তাজউদ্দিন, বরায়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা পারুল বেগম, বিলিয়্যান্ট একাডেমির শিক্ষক কামরুজ্জামান, যুবতাঁরা সমাজ কল্যাণের পরিচালক জুয়েল আহমদ রোকন, জাকির আহমদ, হেলাল আহমদ, জসিম আহমদ, লাল মিয়া, শিমুল আহমদ, সালমান আহমদ, জুনেদ আহমদ বাচ্চু, জাহিদুল ইসলাম পাপলু, খালেদ আহমদ রাজা, শাকিল আহমদ, জাহিদ আহমদ, রিপন আহমদ, ইমরান আহমদ জীবন প্রমুখ।