সিলেটশুক্রবার , ২৩ ফেব্রুয়ারি ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

১৭ ঘন্টা পর সিলেটের সাথে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

Ruhul Amin
ফেব্রুয়ারি ২৩, ২০১৮ ৮:৩১ অপরাহ্ণ
Link Copied!

মৌলভীবাজার প্রতিনিধি: ১৭ ঘণ্টা পর শুক্রবার বিকাল সাড়ে ৪টা থেকে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টা ৫০ মিনিটি আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেনের ১১টি বগি মৌলভীবাজারের সাতগাঁও রেলস্টেশন এলাকায় লাইনচ্যুত হয়। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে ১১টি বগি উদ্ধারের পর বিকাল সাড়ে ৪টা ফের ট্রেন চলাচল শুরু হয়। শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো.শাখাওয়াত হোসেন সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ রেলওয়ের সিলেট অঞ্চলের সহকারী প্রকৌশলী মো. মুজিবুর রহমান বলেন, ‘শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে সবকটি বগি উদ্ধার কাজ সম্পন্ন করার পর পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।’
তিনি আরও বলেন, ‘আন্ডারগিয়ার ভেঙে পড়ার কারণে ট্রেন লাইনচ্যুত হয়ে যায়।’

এদিকে ১১টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় শুক্রবার ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৩ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।