সিলেটশুক্রবার , ২ মার্চ ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

আজ ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস

Ruhul Amin
মার্চ ২, ২০১৮ ১২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট : আজ (২ মার্চ) ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস। ১৯৭১ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংগ্রামী ছাত্র সমাজের উদ্যোগে কলাভবন প্রাঙ্গণে বাংলাদেশের মানচিত্র খচিত স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়।
১৯৭১ সালের এই দিনে কারফিউ ভেঙে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জড়ো হতে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়।

সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে ছাত্র-জনতার বিশাল সমাবেশে তৎকালীন ডাকসু ভিপি আ স ম আব্দুর রব ও ডাকসু নেতারা উত্তোলন করেন স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা। সেদিন পাকিস্তানি শাসকগোষ্ঠীর রক্তচক্ষু উপেক্ষা ছাত্র সমাজ ও জনতা জানিয়ে দিলো বাঙালিরা কারও কাছে মাথা নত করবে না।

‘পতাকা উত্তোলন দিবস’ উপলক্ষে আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে। সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবন সংলগ্ন ঐতিহাসিক বটতলা প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এরপর দিবসটির তাৎপর্য নিয়ে থাকবে সংক্ষিপ্ত আলোচনা ও সংগীত পরিবেশন। সূত্র : বাংলাট্রিবিউন