সিলেটশুক্রবার , ২ মার্চ ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মুজ্জাম্মিল হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল সিলেট

Ruhul Amin
মার্চ ২, ২০১৮ ২:৪০ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: সিলেটের জৈন্তাপুর উপজেলায় ভন্ড মাজার পুজারীদের অতর্কিত হামলায় হরিপুর দারুল হাদিস মাদরাসার মেধাবী ছাত্র শহীদ মুজাম্মিল হত্যার প্রতিবাদে আজ (২ মার্চ ) শুক্রবার বাদ জুম্মা সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাদ জুম্মা সিলেট নগরীর বিভিন্ন মসজিদ থেকে মুসল্লীগন মিছিল সহকারে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরেকোর্ট পয়েন্টে এসে প্রতিবাদ সভায় মিলিতহন। সভায় হরিপুর বাজার মাদরাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষকগন যোগদান করেন। সিলেট কোর্ট পয়েন্টের পথ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা আব্দুল কাদির বাঘরঘালি,এডভোকেট মোহাম্মদ আলী,মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা লুতফুর রহমান,হাফিজ শিব্বির আহমদ রাজি, মওেলানা তোফায়েল আহমদ উসমানী,মাওলানা সালেহ আহমদ শাহবাগী, মাওলানা কবির আহমদ, মাওলানা আমিনুর রশীদ প্রমুখ।

এছাড়া জৈন্তারপুরের দরবস্তে মাওলানা কবির আহমদ,হাফিজ মাসুদ আজহারের নেতৃত্বে পৃথক মিছিল হয়।  ঢাকায় শুক্রবার বাদ জুম্মা জাতীয় প্রেসক্লাবে ঢাকায় অবস্থানরত সিলেটবাসীর ব্যানারে মানব বন্ধন অনুষ্ঠিত হয়।এতে মাওলানা তোফায়েল গাজালী,মাওলানা আহমদ জাকারিয়া,মাওলানা রুহুল আমীন নগরী প্রমুখ উপস্থিত ছিলেন।
গোলাপগঞ্জ চৌমুহনী থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন আল্লামা আব্দুল মতিন চৌধুরী শায়খে ফুলবাড়ি রহ র বড় সাহেবজাদা জনাব হাম্মাদ আহমদ চৌধুরী। সুনামগঞ্জের গনিগঞ্জ বাজারে বাদ জুম্মা শহীদ মুজাম্মিল আলি রহ ঃ হত্যা কারিদের ফাসির দাবিতে মিছিল পরবর্তী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুফতি মুতিউর রহমান।

জামালগঞ্জে খিদমাতুল ইনছান

বাদ জুমআ সাচনা বাজার মারকাজ মসজিদ থেকে মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিএনবি রোডে এসে পথ সভায় অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের সভাপতি মোঃ আলতাফুর রহমান’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী উজ্জ্বলের পরিচালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী পথ সভায় উপস্থিত ছিলেন সাচনা ইসলামী সমাজ কল্যাণ সংঘ জামালগঞ্জের সভাপতি আলহাজ্ব মাওলানা এখলাছুর রহমান,সদরকান্দি মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল করিম,আল ইনসাফ ইসলামী যুব সংঘ সাচনা বাজারের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব কয়েস আহমদ আক্কাস,উপজেলা জমিয়তের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী রশীদ আহমদ,ঢালাগাও মাদরাসার মুহতামিম মাওলানা আহসান উল্লাহ,জামালগঞ্জ উত্তর ইউপি বিএনপি সভাপতি আলী আক্কাস মুরাদ,সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম মহন,উপজেলা শ্রমিকলীগ নেতা আবু তাহের,নুরে মদিনা তাহফিজুল করুআন মাদরাসা সাচনা বাজারের পরিচালক হাফিজ মাওলানা মুহিব্বুল হক,আল হক্কুল আমিন পরিষদ জামালগঞ্জের সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মাছরুফ আহমদ,উপজেলা ছাত্র জমিয়তের সাবেক প্রচার সম্পাদক মিজানুর রহমান রুবেল খান,হাফিজ জামিল আহমদ জিসান,শামীম,শাহীন,সাদিকুর রহমান স্বাধীন খান প্রমুখ।

মাজারপুজারী,ভান্ডারী ভন্ডদের গ্রেফতারের দাবীতে বিয়ানীবাজারে জমিয়তের মিছিল-সামবেশ।করেছে বাদ জুম্মা।