সিলেটমঙ্গলবার , ৬ মার্চ ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেট বিভাগীয় জমিয়তের সমন্বয় কমিটির সভা

Ruhul Amin
মার্চ ৬, ২০১৮ ১১:০৭ অপরাহ্ণ
Link Copied!


সিলেট রিপোর্ট: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট বিভাগীয় কর্মী সম্মেলন পরবর্তী সমন্বয় কমিটির সভা ৬ মার্চ মঙ্গলবার বিকেলে বন্দরবাজারস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বিভাগীয় সমন্বয় কমিটির আহবায়ক ও সিলেট জেলা জমিয়তের সভাপতি মাওলানা শায়খ জিয়াউদ্দীন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগর সভাপতি মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও সমন্বয় কমিটির সদস্য সচিব প্রিন্সিপাল মাওলানা শায়খ আব্দুল বছির, সিলেট মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান, জেলার যুগ্ম সম্পাদক মাওলানা আসরারুল হক, সুনামগঞ্জ জেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, সিলেট জেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা নুর আহমদ কাসেমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফিজ সৈয়দ সালিম কাসেমী, বিয়ানীবাজার উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল খালিক কাসেমী, জেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সল আহমদ, মহানগর যুব জমিয়তের সভাপতি কবির আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ আল আতিক, জেলা ছাত্র জমিয়তের সভাপতি এম. সাইফুর রহমান, মাওলানা সালেহ আহমদ শাহবাগী প্রমুখ।
সভাপতির বক্তব্যে মাওলানা শায়খ জিয়া উদ্দিন বলেন, সিলেটের জৈন্তাপুরের মাদরাসার ছাত্র হত্যা ও কওমী আলেম উলামাদের ওপর হামলা ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে একটি মহল তৎপরতা চালাছে। তিনি বলেন আমরা এখনো ধৈর্য ধারণ করে আছি। আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষী ব্যক্তিকে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। আমাদের ধৈর্য ধারণকে দুর্বলতা ভাবলে ভুল হবে। তিনি অবিলম্বে প্রকৃত দোষী ব্যক্তিকে চিহ্ন করে গ্রেফতার করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান।