সিলেটশনিবার , ১৭ মার্চ ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সরকারের গৃহীত প্রকল্পগুলো বাস্তবায়নের দায়িত্ব স্থানীয় সরকারী কর্মকর্তাদের – জেলা প্রশাসক

Ruhul Amin
মার্চ ১৭, ২০১৮ ৩:২২ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের নবাগত জেলা প্রশাসক নুমেরী জামান বলেছেন, সরকারের গৃহীত প্রকল্পগুলো বাস্তবায়নের দায়িত্ব স্থানীয় সরকারী কর্মকর্তাদের। বর্তমানে সরকারের উন্নয়ন কার্যক্রম প্রতিটি ক্ষেত্রে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। তাই আমাদের সবাইকে যার যার অবস্থান থেকে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে কাজ করতে হবে। গত বৃহস্পতিবার সকাল ১১টায় উপাজেলার সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের সরকারী সকল কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। তিনি গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্য করে বলেন, সাংবাদিক সমাজ হচ্ছে স্বচ্ছতার আয়না। আমরা সকল গণমাধ্যমকর্মীদের সর্বক্ষেত্রে সহযোগিতা চাচ্ছি । তিনি সরকারী কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন আপনারা জনগণের দায়বদ্ধতা নিয়ে স্বচ্ছতার সাথে জবাবদিহিতামূলক মনোভাব নিয়ে কাজ করবেন।
সরকার ইতিপূর্বে তথ্য অধিকার আইন পাশ করে এর কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ আইনটিই হচ্ছে জনগন তাদের প্রয়োজনে যে কোন তথ্য নিতে বা চাইতে আসলে আপনারা দিতে বাধ্য থাকিবেন মর্মে সরকার এ আইনটি করেছেন।
গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্দ শরীফুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম, উপাজেলা ভাইস চেয়ারম্যান নুমান উদ্দিন মুরাদ, উপজেলা সহাকারি কমিশনার (ভূমি) মামুনুর রহমান, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মাহবুবুল আলম, নির্বাচন অফিসার সাইদুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ফজলুল হক শিবলী, ডিজিএম মাামুনুর রহমান, উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্রা এর আরআমও ডা. শাহিনুর ইসলাম, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইউনুছ চৌধুরী, গোলাপগঞ্জ রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক সেলিম হাসান কাওছার।
এসময় উপস্থিত ছিলেন, দৈনিক উত্তরপূর্বের গোলাপগঞ্জ প্রতিনিধি এনামুল হক এনাম, উপজেলা সমবায় অফিসার জামাল মিঞা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তানজিলা তাসনিম, মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা খাতুন, পরিবার পরিকল্পনা কর্মতর্কা আব্দুর রহমান প্রমুখ।-বিজ্ঞপ্তি