সিলেটশনিবার , ১৭ মার্চ ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ভোট নিয়ে ‘নীল নকশা’ বলে দিয়েছেন কাদের: মওদুদ

Ruhul Amin
মার্চ ১৭, ২০১৮ ৩:২৫ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :

নির্বাচন নিয়ে সরকারের ‘নীল নকশা’ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলে দিয়েছেন বলে মনে করেন বিএনপি নেতা মওদুদ আহমদ।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সরকারকে ক্ষমতায় ফিরতে নির্বাচনের ‘আনুষ্ঠানিকতা’র জন্য অপেক্ষা না করে এখনই ‘যা করার’ তা করে ফেলার পরামর্শ দেন।

শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘নাগরিক অধিকার আন্দোলন ফোরাম’ এর এক আলোচনায় বক্তব্য রাখছিলেন মওদুদ। এ সময় তিনি শুক্রবার রাজধানীতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরর বক্তব্যের প্রতিক্রিয়া জানান।

রাজধানীতে একটি দলীয় কর্মসূচিতে কাদের আগের দিন বলেন, ‘উন্নয়ন-অর্জন করে আমাদের কর্ম দিয়ে আমরা ভয়কে জয় করে ফেলেছি। নির্বাচনে বিজয় একটা আনুষ্ঠানিকতা মাত্র।’

জবাবে মওদুদ বলেন, ‘নির্বাচন নিয়ে সরকারের যে নীল নকশা, এটা আমরা এতদিন সন্দেহ করে আসছিলাম। কিন্তু তাদের একজন নেতা সেটা বলেই দিয়েছেন। সরকার বলেছে তাদের বিজয়, আনুষ্ঠানিকতা মাত্র।’

‘তার মানে নীল নকশা অনুযায়ী নির্বাচন সম্পন্ন হয়েছে, এখন শুধুই আনুষ্ঠানিকতা। এখন শুধু গেজেট নটিফিকেশন হবে আর শপথগ্রহণ হবে।’

চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী জানুয়ারির মাঝামাঝি নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। তবে ‘নীল নকশা’ বাস্তবায়নের জন্য এতদিন অপেক্ষা কেন, সে প্রশ্ন তুলে মওদুদ বলেন, ‘আগামী ডিসেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করার দরকার আছে বলে মনে করি না।’

মওদুদের দৃষ্টিতে নির্বাচন নিয়ে সরকারের ‘নীল নকশা’ হচ্ছে, নির্বাচনে কোনো বিরোধী দল থাকবে না। তার মতে সরকারের মনোভাব এমন: ‘তাদেরকে (বিরোধী দল) নিশ্চিহ্ন করতে হবে এবং আমরা একভাবে এমন একটি অবস্থার সৃষ্টি করব যাতে করে কোন দল আর নির্বাচনে না আসে। ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো আরো একটি নির্বাচন করব।’

‘মানে হচ্ছে, আপনারা যারা বিরোধী দলে রয়েছেন তারা বাড়িতে চলে যান।’

তবে সরকার এই ‘নীল নকশা’ বাস্তবায়ন করতে পারবে না বলেও জানিয়ে দেন মওদুদ। বলেন, ‘আজকে মনের অজ্ঞাতেই যদিও বলে ফেলেছেন, কিন্তু দেশের মানুষের কাছে ধরা পড়ে গেছেন। এটা বাংলাদেশের মাটিতে হতে দেয়া হবে না। এই নীল নকশা আপনারা বাস্তবায়ন করতে পারবেন না।’

‘স্বৈরাচার সরকারের পতন যেভাবে হয়, ঠিক সেভাবেই এই সরকারের পতন হবে। আর ইতিহাসে এটা অবধারিত।’

সরকার বিরোধী দল ছাড়া নির্বাচনের লক্ষ্য পূরণের জন্যই খালেদা জিয়াকে কারাগারে পাঠিয়েছে বলেও দাবি করেন মওদুদ। বলেন, ‘বেগম জিয়ার কারামুক্তি যতই বিলম্বিত হবে তার জনপ্রিয়তা দিন দিন বাড়বে। যেদিন তিনি কারাগার থেকে বেরিয়ে আসবেন সেদিন বাংলাদেশের মানুষ রাজপথে নেমে আবসে। সেই জোয়ারেই বাংলাদেশে আবার গণতন্ত্র ফিরে আসবে।’